ভূগর্ভে যে কয়লা তােলা সম্ভব নয় সেখানে পাশাপাশি দুটি গহ্বর খুঁড়ে
একটি দিয়ে অক্সিডেন্ট (অক্সিজেন, জল ও বায়ুর মিশ্রণ) ঢুকিয়ে সিনগ্যাসে
(syngas) পরিণত করে—তা পাশের গহবর দিয়ে বার করে আনা হয়।
এই পদ্ধতিতেই হল Underground Coal Gasstification) বা
সংক্ষেপে UCG।