সমুদ্রে জলতলের নীচে যতদূর অবধি সূর্যের আলো প্রবেশ করতে পারে সেই স্থানে অধিক জীববৈচিত্র্য পরিলক্ষিত হয় কেন ?
1 Answers
সমুদ্র জলতলের নীচে যতদূর অবধি সূর্যের আলো প্রবেশ করে সেই সকল স্থানে বিভিন্ন জীব যেমন—ফাইটোপ্লাংকটন, জুপ্লাংকটন-এর উদ্ভব হয় এবং এই সকল জীব সূর্যালােকের উপস্থিতিতে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য প্রস্তুত করে। ফলত এইসব জীবের ওপর নির্ভরশীল অন্যান্য বিভিন্ন জীবের আগমন হওয়ায় সেই স্থানে অধিক জীববৈচিত্র্য পরিলক্ষিত হয়।
Please login or Register to submit your answer