Agomoni Barta asked 7 months ago

টর্নেডাে কী ?

Offert
1 Answers
Agomoni Barta answered 7 months ago

টর্নেডাে হল পৃথিবীর সর্বাধিক বিধ্বংসী ঘূর্ণিঝড়। টর্নেডাে স্থলভাগে সৃষ্টি হয়। প্রবল উয়তায় বায়ুচাপ হঠাৎ কমে গেলে টর্নেডাের উৎপত্তি ঘটে। টর্নেডাে হল ক্ষণস্থায়ী ঝড় এবং এর প্রভাব পড়ে সামান্য অঞ্চল জুড়ে কিন্তু সবকিছুই নিমেষে ধূলিসাৎ হয়। পৃথিবীর ৯০ ভাগ টর্নেডাের উৎপত্তি ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেইরী অঞ্চলে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ঝড়কে Twister বলা হয়।