আন্তর্জাতিক আইন অনুসারে নিরপেক্ষতা হল বিবদমান অক্ষগুলি থেকে দূরে থাকার নীতি। কিন্তু জোটনিরপেক্ষ দেশ কোনাে বৃহৎ শক্তি পরিচালিত জোটে অংশগ্রহণ না করলেও যে-কোনাে আন্তর্জাতিক বিরােধের ক্ষেত্রে যে-কোনাে বিশেষপক্ষ অবলম্বন করতে পারে বা মতামত প্রকাশ করতে পারে