জেলিফিশ ও সাগর কুসুম এর দেহে ফুলের পাপড়ির মতাে উপাঙ্গ গুলির নাম কর্ষিকা। কর্ষিকা গুলি অসংখ্য দর্শক কোশ (নিডোব্লাস্ট) থাকে। এই কোশে নিমাটোসিস্ট নামক এক বিশেষ ধরনের অঙ্গ থাকে, যার সাহায্যে এরা ছােটো মাছ বা অন্য কোনাে প্রাণী শিকার করে এবং আত্মরক্ষাও করে।