জুপ্ল্যাংকটন: যেসব ভাসমান, সাধারণত ক্ষুদ্র প্রাণী, যাদের নিজেদের চলন ক্ষমতা নেই বা কম থাকায় স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে পারে না, তাদের জুপ্ল্যাংকটন বলে।
উদাহরণ: সাইক্লপস, ড্যাফনিয়া ইত্যাদি সন্ধিপদী প্রাণী।
এককোষী শৈবাল, যার কোশপ্রাচীরটি সিলিকা নির্মিত তাকে ডায়াটোম বলে।