উচ্চ অক্ষাংশের দেশগুলিতে যেখানে দিন ও রাত্রির দৈর্ঘ্যের তারতম্য খুব বেশি সেখানে বছরের দুটি দিনে ঘড়ির সময়কে এক ঘণ্টা বা ২ ঘণ্টা পিছিয়ে ও আগিয়ে নেওয়া হয়। এতে করে দিনের আলােকে বেশি করে কাজে লাগানাে হয়। এটি হল গ্রীষ্মকালীন সময় বা Summer Time or Daylight Saving Time.